 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজেস্ব প্রতিবেদক;
যশোরে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তি-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির যশোর জেলা আহবায়ক ইমদাদ হোসাইন এবং সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব ফারহীন আহমেদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যশোর জেলার সংগঠক নুরুজ্জামান, মনির আজাদ, ইঞ্জিনিয়ার আরিফ জামান, সাজিদ, আশালতা, বাদল ও সুকর্ণ মারুফ।
অন্যদিকে জাতীয় যুবশক্তির যশোর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, হাসিন রেজওয়ান রুহিত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাইদ সানসহ খালিদ, প্রিয়, পল্লব হাসান, অভি, তাসকিন আহমেদ, তাইওয়ান, ইনবে সাহাদসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।