
নিজস্ব প্রতিবেদক:
যশোর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের অভিযান পরিচালিত হয় ৯ নভেম্বর ২০২৫ রাত ১০:৩০ ঘটিকায়, যশোরের কোতয়ালী থানাধীন বসুন্দিয়া ঘুনি রেলগেট সংলগ্ন যমুনা ফিড নামীয় প্রতিষ্ঠানের উত্তর পাশে, যশোর-খুলনা মহাসড়কে।
অভিযানে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা থানার গোলাপ নগর এলাকার বাসিন্দা।
অভিযানকালে উদ্ধার করা আলামত:
বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ: ২৬৫ বোতল
টয়োটা ব্র্যান্ডের প্রাইভেট কার: ১টি
পরিপরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আসামী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
উপপরিচালক মোঃ আসলাম হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর জানান, জেলা প্রশাসন ও পুলিশ সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকবিরোধী কঠোর অবস্থান অব্যাহত রাখার জন্য তারা জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।