
ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে আলোচিত কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে হাতিরঝিল থানা পুলিশ তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাকে আটক করে।
তার স্ত্রী রিয়া মনি অভিযোগ করেন, হিরো আলম এবং তার সহযোগী আহসান হাবিব সেলিম তাকে হত্যার চেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। এসব অভিযোগে গত বুধবার তিনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন। মামলার পর আদালত আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না এবং জামিনের শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য বিরোধ তীব্র আকার ধারণ করে। রিয়া মনির দাবি, হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।
গত ২১ জুন উভয় পক্ষকে মীমাংসার জন্য হাতিরঝিলের একটি বাসায় ডাকা হলে পরিস্থিতির অবনতি ঘটে। রিয়ার অভিযোগ, সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। পরবর্তীতে তারা রিয়ার বর্তমান বাসায় গিয়ে হামলা চালান। কাঠের লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয় এবং তার গলার দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
২৩ জুন রিয়া মনি এ ঘটনায় মামলা করেন। শুনানি শেষে আদালত আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা দেন। সেই পরোয়ানার ভিত্তিতেই হিরো আলমকে আজ গ্রেপ্তার করা হয়েছে।