
নিজেস্ব প্রতিবেদক:
মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্রের ভয় দেখিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসার এলাকার মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্র্যাকের টিকারবিলা শাখায় কর্মরত ওই নারী লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেলে করে আমলসার ফিরছিলেন। পথে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীদের হাতে থাকা একটি অস্ত্র রাস্তার পাশে পড়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী জানান, তার কাছ থেকে গলার স্বর্ণের চেইন ও ব্যাগে থাকা প্রায় ১৫–১৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পড়ে থাকা অস্ত্রটি জব্দ করে। থানার ওসি ইদ্রিস আলী বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি আসল নাকি নকল—তা পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।