
নিজস্ব প্রতিবেদক:
ভারতের পশ্চিমবঙ্গের ইউটিউব চ্যানেল “আর ডট বাংলা”–তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, চ্যানেলটির দুই আলোচক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ, বিশেষ করে যশোরকে ঘিরে ভারতবিরোধী রাজনীতির যে গল্প তুলে ধরেছেন—তা সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতাহীন।
অমিত বলেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় কিছু গণমাধ্যম ও ইউটিউবভিত্তিক কনটেন্টে বাংলাদেশের রাজনীতি নিয়ে সিনেমার মতো কল্পকাহিনী ছড়ানো হচ্ছে। পাকিস্তানের কোনো নেতা যশোরে আসার কথিত ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, এটি ‘মিথ্যাচার ছাড়া কিছু নয়।’
তিনি অভিযোগ করেন, তার চাচাতো ভাই ও যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানকে হিজবুত তাহরির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়েছে—যা তার ভাষায় ঘৃণ্য ও সম্পূর্ণ ভুয়া। একইভাবে দেশের আরও কয়েকজন পরিচিত ব্যক্তিকে নিয়েও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।
বিবৃতিতে তিনি জানান, গবেষণা ও ইসলামী শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘আদ দ্বীন’-এর নির্বাহী পরিচালক ডা. মহিউদ্দিন কয়েক মাস ধরে দেশের বাইরে থাকলেও কিছু ভারতীয় মিডিয়া তাকে সিসিটিভি ফুটেজে থাকা দাবি করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ প্রসঙ্গে অমিত বলেন,
“ভারতীয় কিছু গণমাধ্যম এখন চরিত্রহননের কল্পকাহিনীকে ‘সরস গল্প’ বানিয়ে পরিবেশন করছে। এসব অপপ্রচার দেখে আমি বিচলিত নই; জনগণ ইতিমধ্যেই এর প্রকৃতি বুঝে ফেলেছেন।”
তিনি শেরে বাংলা এ. কে. ফজলুল হকের বিখ্যাত উক্তি স্মরণ করে উল্লেখ করেন—
“ভারতের পত্রিকায় আমার বিরুদ্ধে লেখা হলে বুঝবে আমি সঠিক পথে আছি।”
বিবৃতির শেষে তিনি বলেন, আধুনিক সময়েও ভারতীয় মিডিয়ার এই অপসংস্কৃতি দুঃখজনকভাবে রয়ে গেছে। একই সঙ্গে দেশবাসীকে ভিউনির্ভর, মিথ্যাচারনির্ভর ও দুর্গন্ধযুক্ত কনটেন্ট নির্মাতাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।