1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জার্নাল পত্রিকার স্টাফ রিপোর্টার মিরাজ হোসেন তপুর মা ইন্তেকাল যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার যশোরে নতুন পুলিশ সুপার; রদবদলে দায়িত্ব পেলেন সৈয়দ রফিকুল ইসলাম যশোরে সার্কিট হাউজে ভুয়া অতিরিক্ত সচিব সেজে প্রতারক আটক যবিপ্রবিতে ছাত্রী উত্ত্যক্তকে কেন্দ্র করে শিক্ষার্থী–দোকানি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বিপুল ভারতীয় সিমকার্ডসহ যশোরে একজন গ্রেপ্তার, তথ্য পাচারের অভিযোগ ফতেপুরে ধানের শীষের পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ ভূঁইফোড় ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারে জেডিইউজের গভীর উদ্বেগ ও কঠোর নিন্দা ধানের শীষে ভোট দিন: যশোরে মতবিনিময় সভায় অধ্যাপক নার্গিস বেগমের আহ্বান মাদ্রাসায় শিক্ষার্থী আহত হওয়া নিয়ে ভুল তথ্যের প্রতিবাদ, কর্তৃপক্ষের ক্ষোভ

ফতেপুরে ধানের শীষের পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে ফতেপুর ইউনিয়নে মৎস্যজীবী দলের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা কচাতলা এলাকায় এই নির্বাচনী কার্যক্রম ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, “অনিন্দ্য ইসলাম অমিত তার প্রয়াত নন্দিত গণমানুষের নেতা তরিকুল ইসলামের আদর্শে নতুন যশোরবাসীর সর্বসাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। জনগণের যেকোনো সমস্যা দেখা দিলেই তিনি দ্রুত এগিয়ে এসেছেন।” জনগণের এই ভালোবাসার ফলেই তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন বলে উল্লেখ করেন টেনিয়া।

তিনি মৎস্যজীবী দলের নেতাকর্মীসহ উপস্থিত সকলের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার জন্য জোর আহ্বান জানান এবং মৎস্যজীবী দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে থাকার পরামর্শ দেন।

গণসংযোগ ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাকির হোসেন মিঠু, নগর মৎস্যজীবী দলের নেতা ইউছুব বিশ্বাস সোহান, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ তুষার, ফতেপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি গোলাম হোসেন ও সাধারণ সম্পাদক আলতাফ। এছাড়াও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানী কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে মিছিল ও স্লোগানের মাধ্যমে এলাকা প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট