
নিজেস্ব প্রতিবেদক:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় দোকানিদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর যশোর–চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে উত্তেজনা ছড়ায়।
ঘটনার সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। তবে দোকানিদের কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সূত্রপাত:
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ক্যাম্পাস এলাকার আমবটতলা মোড়ের একটি ফটোকপির দোকানে যান। অভিযোগ, দোকানি তাকে উত্ত্যক্ত করেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই দোকানির ওপর হামলা চালান। এরপর দোকানিরা একজোট হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়লে দোকানিরা সড়কে টায়ার ও বেঞ্চ জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এতে যশোর–চৌগাছা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের বক্তব্য:
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন,
“স্থানীয় দোকানিরা আগে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। আমাদের পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। কেউ গুরুতর আহত কি না, তা এখনই বলা যাচ্ছে না। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান,
“রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতের বিস্তারিত পরে জানানো হবে।”
পরিস্থিতি বর্তমানে শান্ত হলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।