
নিজস্ব প্রতিবেদক:
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৩ হাজার ৭৮২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবির টহলদল সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম নাহিদ হোসেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি ইয়াবার চালানটি ঢাকা থেকে যশোরের বাগআঁড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে জানান কর্মকর্তারা।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টহলদল দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহভাজন ওই যুবককে থামায়। তল্লাশিতে তার প্যান্টের পকেট থেকে বিশেষভাবে লুকানো ৩,৭৮২ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ১,৯৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।
ঘটনার পর বিজিবির পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।