1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রী হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে রাখার অভিযোগ যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন আটক, মামলা ও কারাদণ্ড জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেভিল হান্ট ফেজ-২ যশোরে ৫ জন আটক যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান শুরু, এক রাতে ১৯ জন আটক হাদি হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত- ১ হাদির ওপর হামলা: সীমান্তে অবৈধ লোক পারাপারের সন্দেহে দুজন আটক যশোরে প্রবাসীর বাড়িতে চুরি: ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, গণভোট জুলাই—তফসিল ঘোষণা করলেন সিইসি

স্ত্রী হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে রাখার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাড়ির সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বগুড়া সদর উপজেলার নুরইল মধ্যপাড়া গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম মারুফা আক্তার। তিনি পীরগাছা গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই নিহতের স্বামী মুকুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, দাম্পত্য কলহের জেরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করে জানান, টিকটক ভিডিও করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মারুফা আক্তার ও মুকুল মিয়ার বিয়ে হয়েছিল প্রায় ৯ বছর আগে। মুকুল মিয়া পেশায় ঢালাই মিস্ত্রি। টিকটক ভিডিওকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে তিন মাস আগে তারা পুনরায় সংসার শুরু করেন। তাদের একটি ছয় বছর বয়সী কন্যাসন্তান রয়েছে।

পুলিশ আরও জানায়, চলতি মাসের ১১ ডিসেম্বর মারুফা তার চাচাতো বোনের বিয়েতে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এ নিয়ে ১৩ ডিসেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে হত্যার ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে।

হত্যাকাণ্ডের পর মুকুল মিয়া থানায় স্ত্রীর নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তদন্তের ধারাবাহিকতায় মরদেহ উদ্ধার ও ঘটনার তথ্য বেরিয়ে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট