1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জার্নাল পত্রিকার স্টাফ রিপোর্টার মিরাজ হোসেন তপুর মা ইন্তেকাল যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার যশোরে নতুন পুলিশ সুপার; রদবদলে দায়িত্ব পেলেন সৈয়দ রফিকুল ইসলাম যশোরে সার্কিট হাউজে ভুয়া অতিরিক্ত সচিব সেজে প্রতারক আটক যবিপ্রবিতে ছাত্রী উত্ত্যক্তকে কেন্দ্র করে শিক্ষার্থী–দোকানি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বিপুল ভারতীয় সিমকার্ডসহ যশোরে একজন গ্রেপ্তার, তথ্য পাচারের অভিযোগ ফতেপুরে ধানের শীষের পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ ভূঁইফোড় ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারে জেডিইউজের গভীর উদ্বেগ ও কঠোর নিন্দা ধানের শীষে ভোট দিন: যশোরে মতবিনিময় সভায় অধ্যাপক নার্গিস বেগমের আহ্বান মাদ্রাসায় শিক্ষার্থী আহত হওয়া নিয়ে ভুল তথ্যের প্রতিবাদ, কর্তৃপক্ষের ক্ষোভ

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আসিফ সেতু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কে বা কারা ওই যুবকের দেহটি জরুরি বিভাগের সামনে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের পাশে কোণায় একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান। কাছে গিয়ে দেখা যায়, যুবকটির শরীরে কোনো সাড়া নেই। তার পরনে ছিল একটি গেঞ্জি ও লুঙ্গি, পায়ে কোনো জুতা ছিল না। দুই পা দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ ভেজা অবস্থায় ছিল। পরে তারা বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের জানান।

হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত করেন যে যুবকটি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ জানান, প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, কীভাবে লাশটি হাসপাতালের সামনে এল তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাটি পিবিআইকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য তথ্য যাচাই করে পরিচয় শনাক্তের চেষ্টা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট