যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণে আব্দুল হাই (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৭ জুন ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ডুবপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতের সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন আব্দুল হাই। দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, ঘটনার পেছনে দিনের শুরুতেই এক ঈদ জামাতকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছিল। সকাল সাড়ে ৭টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের একটি ঈদগাহ মাঠে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরে বিকেলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। বিকেলে একদল যুবক মোটরসাইকেলে এসে আব্দুল হাইয়ের ওপর ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। এলাকাজুড়ে উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।